একটি আকাশ আলো করবো বলে
জ্বেলে রাখি সহস্র তারা।
কিছু তারা জ্বলে মিটি মিটি সেথা,
কিছু তারা নামে হেথা-
কিছু তারা ছোটে উল্কা হয়ে,
বুকে লয়ে কত ব্যাথা।
আকাশে তারাতে ভালবাসাবাসি
বুঝিতে পারে তাঁরা, তারা গোনে যারা।
একটি আঁধার দূর করবো বলে
জ্বেলেছি জোনাকির আলো।
কত কত জোনাকী জ্বলে আর নেভে,
কত আসে এ ডালে ও ডালে,
কত বা আবার ভেসে চলে যায়,
অথৈ চাঁদের জলে।
আঁধার ও জোনাকির ভালবাসাবাসি
চাঁদেতেই মিশে গেল।
একটি নারীর ভালবাসা পাবো বলে
হাজার নারীর চোখে রাখি চোখ।
কোন চোখে দেখি মায়াবীলতা,
কোন চোখে দেখি ঘৃণা,
কারো বা চোখে বিষন্নতা,
কিছু চোখ অজানা।
নরেতে নারীতে ভালবাসাবাসি
চিরটা জীবন ভালবাসাতেই হোক।