আমার “মা” তো নাই
তোমার পাদপদ্মে মাথা খুঁটছি তাই,
মাগো মন্দিরে যেন তোমার
ডাক শুনতে পাই।

আমি মন্দিরে ছুটে যাই
এধার ওধার করি কোথাও তো তুমি নাই।
জোড় হাতে মোর সব কলরব
আমি প্রতিমারে জানাই।

আমি ব্যথা বেদনায়,
অশ্রুজলে সিক্ত হৃদয়, সঁপি তোমার পায়
মাগো আমি কাঁদি তুমি কোথায়?

আঁচল ছায়ায় মাগো
বসতে কয়না কেহ তুমি মা জাগো,
আমারে লও তুলে,
মাগো বুকে ধরে রাখো।

দীন-দুনিয়ায়
তুমি “মা” প্রতি “মা” অার কেউ নাই,
আমি যে অভাগা
আঁচলে তোমার দিও গো ঠাঁই।

তোমার মন্দিরে “মাতা”
সাজায়েছি আমি তোমারই পূজা
পূজার আশীসে আমার
মেটে যেন “মা” হারান মায়ের তৃষা