জানি তুমি ভিত সন্ত্রস্ত ভেতরে
তবু বলি ভয় পেয়েও না।
ভয় যদি থাকে তোমার অন্তরে
তবে কিছুতো করতে পারবে না।
ভাব কিসে তুমি পাও এত ভয়
আঁধারের ভুত নাকি একা চলার,
দিবানিশি ভয়ে ক্ষয়ে মরতে হয়?
কেন তুমি ভয় রাখ হৃদয়েতে বেঁধে
চল পথ ভয়ে ভয়ে কেঁদে কেঁদে
কি কারণে নিজেরে করে তোল অসহায়
শুধুই মুখে বল আমার যে ভীষণ ভয়।
ভুল করেছ তাই ভয়?
না না ভয় করেছ তাই ভুল হয়।
জড়ায়ে ফেলেছ নিজেকে তাই,
তাই এত ভুল খুঁজে যে পাই।
নদীতে সাঁতারের ভয়?
এখনই করে ফেল জয়।
ভয়কে দিও না মনে স্থান
দেখ হয়ে যাবে ভয়ের অবসান।
ভয় নেই বলে ঝাপিয়ে পড় জলে
শিখে যাবে সাঁতার তুমি সুকৌশলে।
প্রাণের মানুষটিকে ভালবাসি বলতে ভয়?
একবার নিজেকে সাহসি বলে তার সামনে দাঁড়াও
বুক ভরা শ্বাস নিয়ে বিশ্বাসে বলে ফেল ভালবাসি তোমায়।
অফিসে বসের ভয়?
সসম্মানে সালাম করে বল আমি এসেছি সঠিক সময়।
যুদ্ধ বেঁধেছে তাই ভয়?
মরণ তো জান সবার একদিন তবে কেন ভয়?
ঝাপিয়ে পড় আগুনে কর যুদ্ধ জয়।
ভয়ে ভয়ে না চলে পথ
নির্ভয়ে চালাও তোমার জীবন রথ।
ভয়কে জয় করার এই মূল মন্ত্র :
যেটা করতে পাও ভীষণ ভয়
সেটাই করে ফেল হবে জয়।
হবেই জয়।