প্রভূ জানিনা তোমার আদি কিবা অন্ত
জানিনা কিসে তোমার সৃষ্টি কিবা তুমি কত।
জানি না তুমি কিসের মত কিবা তোমার আকার।
না জানিয়া করেছি তোমায় কতনা অহংকার।
ভবের মাঝে লীলার রঙ্গে
মিলিয়াছি তোমার সঙ্গে
ভাবিয়াছি কত কথা
ভুলিয়াছি মনের ব্যথা
প্রভূ ক্ষমা কর এই পাপীকে
দূর করে দাও আঁধারকে।
তোমার মাঝে পাই খুঁজে পূব আকাশের ঊষাকে
প্রভূ দূর করে দাও সকল হিংসা পাই যেন তোমাকে।
অনন্ত অসীম তুমি যে প্রভূ
শক্তি দাও সাহস দাও মোরে
ভয় যেন না করি কভূ।
পোড়াও যদি প্রভূ মোরে ব্যথার অনলে
পুড়িব তবু স্থান দিও তোমার পদতলে।
প্রভূ আমি জ্ঞানহীন, অন্ধ, অবুঝ,অসহায়
জানিনা তোমার স্পর্শ তুমি বা কোথায়।
প্রভূ অন্তিম কালে এ অসহায়েরে
পাপ-পূণ্যে দিও তুমি ক্ষমা করে।