****************
আজো আমি ভুলতে পারিনা
মিষ্টি তোমার হাসি,
আজো কেন বলতে পারিনা
তোমায় ভালবাসি।
আজো সেই শাপলা শাপলা চোখে
শিশির কণা কি ঝরে?
প্রেমের পাগল এ মন আমার
শুধু তোমাকে মনে করে।
আজো কি মনের মাঝেতে তুমি
প্রেমের ছবি আঁক?
আজো কি সুরের ছন্দ মেখে
আমাকে কাছে ডাক?
আজো সেই দূরের আকাশ ছুঁয়ে
নীড়েতে ফিরে আস?
আজো কি আগের মত সেই
আমাকেই ভালবাস?
আজ আমার অন্তরেতে বাজে
তোমার মৃদু হাসি,
জানো কি যুগান্তরের পরেও
তোমাকেই ভালবাসি।
আজো কেন ভুলতে পারি না,
আমি বলতে পারি না?
তোমাকে ভালবাসি
শুধু তেমাকে ভালবাসি।
*****************