বাদল ও বারিধারায়
আমার এ মনো বীণায়
সুর তোলে বৃষ্টির নূপুর,
এসেছিলে বৃষ্টি সেজে কদমের গন্ধ মেখে
শ্রাবণের কোন এক নগ্ন দুপুর।
তোমার ও মুখের আদল
ঝরা এ শ্রাবণ বাদল
যেন বৃষ্টি ভেঁজা সাদা কদম ফুল,
শত পুষ্প স্রোতে তোমাকে খুঁজে পেতে
করেনি তো আঁখি মোর এতটুকু ভুল।
(দ্বিতীয়বার প্রকাশ করলাম তবে কবিতার আসরে প্রথমবার। আমার নিজস্ব ভঙ্গিতে প্রকাশের চেষ্টা করেছি।)