একদিন এ বাংলায় আসব আমি ফিরে শরতে,
তুলো রাশি সাদা সাদা মেঘের ভেলাতে ভেসে,
পানকৌড়ি অথবা ধবল বলাকা বেশে উড়ব শরতাকাশে
সন্ধ্যাঘণালে নামব ঝিলের স্নিগ্ধ জলে রূপোলী জোৎস্না রাতে।
আবার উড়ব কোন বন শালিকের সাথে প্রভাতে,
ভোরের শিশির জড়াব গায়ে শিউলীর গন্ধ মাখা বাতাসে,
চেয়ে রব কোন অচেনা কিশোরীর শাপলা চোখে মমতার আবেশে
ছুঁয়ে দেখব কোন ছলনাতে শারদীয়া দেবীর সোনা রাঙা হাতে।
রব আমি চিরদিন ঘুমিয়ে মমতা মাখা বাংলা মায়ের বুকে,
চামরের মত বুলাবে আদর এলোকেশী কাশেরা আমাকে।
সবুজ ধানেরা গেয়ে যাবে প্রাণখোলা উত্তাল সমীরণে সবুজের গান,
শুনব আমি চুপটি করে, এ হৃদয়ে রাগ-রাগিণী রইবে অ-ম্লান।
সত্যই আমি আসব কোন প্রভাতে শরতের নীল আকাশে,
চিরকাল রয়ে যাব মায়া-মমতা মেখে শুধু তোমাকে ভালবেসে।