যদি আরেকবার জ্বালো আগুন
আমিও জ্বলব দ্বিগুন
আমার শরীরেও আছে
প্রচন্ড বারুদের সম্ভার
দেখনাই তেজ দীপ্তি তোমরা তার।
আমি মানব না কেরোসিন,
পেট্রোল, ডিজেল অথবা ককটেল
যখন ছিটকে পড়ব তখন
জ্বলবে তামাম দুনিয়া
দেখবে আমার জ্বালা আগুনের খেল।
যদি আরেকবার জ্বালো
আমিও জ্বালাবো।
যদি কর অহমিকার হুংকার
আমি ও করব গলা ফাটা চিৎকার
আমার কন্ঠেও আছে
মেঘগর্জনের গুড়ুম আওয়াজ
মরবে মানুষ জলে, স্থলে, নভে
ভাঙ্গবে তোমাদের অহমিকা
যত্র তত্র ছিটকে পড়বে বাজ
যদি কর হুংকার
আমি ও করব চিৎকার।