জ্যাম আমার প্রিয় ছিল
আজ মনে পড়ে
কত সময় নষ্ট করেছি
জ্যামের মাঝে পড়ে।
অফিসে আসতে হত
প্রায়ই আমার দেরি
রাস্তাঘাটে জ্যামের তোড়
দোষ তো আমাদেরই
মাঝে মধ্যে ইচ্ছা করেই
করতাম এমনটি
বসেরা বকতেন ঠিকই
বুঝতেন জ্যামের ব্যপারটি।
সাইন্সল্যাব, শাহবাগ,
মৎস ভবন ঘিরে
জ্যামটা লেগে থাকত
পল্টন, গুলিস্তানের ও মোড়ে।
গাড়ীর মাঝে বসে বসে
খেতাম বুট ভাজা
গরম কালে গরম লেগে
হতাম তেল চিটচিটে কই মাছ ভাজা।
মাঝে মাঝে সুযোগ হত
জানালার কাছে বসা
পাশের গাড়ীর মেয়ে দেখে
মনে জাগত আশা।
কতকবার চাকরির পরীক্ষায়
বেরিয়েছিলাম রাস্তায়
জ্যামের কারনে লেট হল
পৌছাতে পারিনি সঠিক সময়।
অনেকবার কানের কাছে
এ্যম্বুলেন্সের চিৎকার
জ্যামে বসে মরল রোগী
কি বা ছিল করার।
জ্যাম হল ভিক্ষুকগণের
বেঁচে থাকার আশা
ঝরে পড়ার ভয়ে দিতাম
এক, দু’টাকার পয়সা।
আজ আমি বাস করছি
জ্যাম মুক্ত ঘরে
বাসাটাও নিয়েছি আজ
অফিসের ধারে।
তাইতো বারে বারে
জ্যাম আমার প্রিয় ছিল
এখন মনে পড়ে।