এক দিন, দুই দিন, তিন দিন পর
সেরে যাবে দেখ খুকু মনির জ্বর।
আবার খেলবে খুকু পুতুলের খেলা,
বসাবে চৌকিতে পুতুলের মেলা।
টেডি কাটা,বেনী বাঁধা পুতুলের দল,
খুকুমনির সাথে সাথে নাচবে সকল।
সকালের খাওয়া হবে পুতুলের সাথে,
দুপুরে যাবে সে স্নান ঘরেতে।
তারপর খেয়েদেয়ে দেবে এক ঘুম,
আবার পুতুল খেলার পড়বে ধুম।
  



                              রচনা কাল: ০২.০৮.২০১৪
                                  সময়: দুপুর ০২:০২মি:
                             স্থান: গদারবাগ, কেরানীগঞ্জ,
                                                      ঢাকা।