কেন বারে বারে তারে মনে পড়ে
কেন কিছুতে এ মন না ভরে
কে বলবে আমারে পাব কি তারে
কেন সে এল না
কিছু তো ভাল লাগে না
কবিতা পড়ার ও স্বাদ জাগে না।
এ কি হল আমার
দু’দিন যাবত গায়ে বইছে জ্বর
একা বিছানা,শুন্য ঘরে, কেউই তো নেই দেখার।
একা ভাল লাগে একা থাকি ঘরে
কেউ এলে দ্বারে ফিরায়ে দেই তারে
অযথা তারে কেন জ্বালাব বারে বারে।
তবু কেন যেন আজ মনে বাজে আমার
একা বিছানা, শুন্য ঘরে, কেউ তো নেই দেখার।
আজ হল এ কি আমার।
নাম জেনেছি দেখিনি তারে
সে তো রয়েছে অচেনা একেবারে
তবু মনে হয় এই বুঝি এল মোর খোলা দ্বারে।
কে গো তুমি গুণবতি হবে বুঝি রূপবতি
রঙে সাজানো হয়ত কোন নীল প্রজাপতি
মনোমাঝে মোর জ্বলছে যেনো সোনা মাখানো রূপের বাতি
বল কেন বারে বারে মনে পড়ে তোমারে
কেন কিছুতেই মন না ভরে
কেমনে পাব আমি তোমারে?