কখনো কি কেউ কেঁদেছ,
কাউকে কাঁদিয়ে?
কোকিল কাঁদিয়েছে কাকেরে,
কেউ কখনো করেনি কৌশল!
কালে কালে কালান্তর-
কেটেছে কান্নার কাল।
কালো কেশে কলঙ্কের কল্লোল
কেউ কেঁদেছে কষ্টে,
কেউ কাঁদিয়েছে কষ্ট করে,
কান্নাশ্রু কালো করেছে কেবল।
কেঁদেছে কুমুদ, কুসুম কানন,
কলঙ্কে কুলত্যাগ করেছে কমল
কোকিল কখনো করেনি ক্রন্দন।
কে কারে করেছে করুনা?
কবির কলমে কবিতা:
কেউ কখনো করোনা কান্না-
কেউ কেউ ক’বে কথা
কেউই কৃপা করেনা ।