পাপের প্রায়শ্চিত্তে পাপী পুড়ে
পাপ পারেনা প্রণয়ে পূরতে
পাপের প্রতাপ প্রাণে-
প্রাণে।

পুরুষ প্রাণে পৃথিবী পালে
পতিতা পল্লীর পথে পথে
পাপ-পূণ্য পুরুষের
পশ্চাতে।

পুরুষের পৌরুষ পুরুষত্বে
পুরুষ প্রাণ পায় প্রণয়ে,
প্রশমিত পুরুষ পত্নী
পেয়ারে।

পতি প্রতিক্ষায় পত্নী পায়
প্রেয়সী প্রেমের পূর্ণতা,
পত্নী প্রাণে পতিতা পরশে
পতির পাপ পূণ্যতা।