মমতা মাখা মোর মায়ের মুখ
মৌন মম মায়ের মন
ম্লান মিনতি মায়ের
মনে।
মিলাইও মধুসুদন মন মাদল
মন মানেনা মনের মিলন
মিথ্যা মিতালী মিলিত
মিথুনে।
মৃন্ময়ী মিলেছে মহুয়ার মনে
মধু মক্ষিকার মেলায়-
মল্লিকা, মালতি, মৌ
মানে।
মধুরও মিলনে মন মম
মহামায়ার মৃদঙ্গ মন্দিরে
মেনকা- মিনতি মানিনি
মরণে।