======================
কাছে এস মেয়ে
বস মোর পাশে
মুখোমুখি একটুখানি সরে,
খোল খোল তোমার আঁখির দুয়ার
দেখব নয়ন  দুটি প্রাণ ভরে।
যেথা জ্বলে থাকা স্ফুর্তির তাঁরা,
আমি যে আত্ম হারা।
কোন কথা বল পরে
দেখি যে তোমার অপ্সরি গোলাপী ঠোঁট,
দেখতে দাও আমারে-
তোমার ও আধেক নগ্ন ধবধবে বুক।
যার কমল পরশে, হৃদয় স্পর্শে,
তোমাকে ছোঁয়ার লোভে কাতর এ মন
কাছেতে এস, তুমি আর আমি তো একান্ত আপন।
=========================
We are here

Come on baby-
Sit down please, beside me
Face to face,
Just a little distance।
Open your eyes let me see
What a still star!
Merrily attractive
Talk about something later.
What a beautiful! Pink lips,
Let me see your mostly unfold breast,
Softy, softy touchy hearty
Make me greedy for touch.
We are here, we are us.
========================

মূল ইংরেজীঃ শিমুল দত্ত
অনুবাদঃ শিমুল দত্ত