দেখো না ও ছোট হাতে
কত ফুল ফুটে
দেখ কত শত ছড়ার দল
মিষ্টি ও ঠোঁটে।
দেখ কত শত মিঠে কথা
হেলে দুলে বলে
লাল ঝুটি কাকাতুয়ার মত
সে যে চলে।
এই তো সে ছোট খুকি
চায় মিটি মিটি
খাতা ভরে লেখে সে যে
ছোট ছোট চিঠি।
রচনা কাল: ০২.০৮.২০১৪
সময়: দুপুর ০৩:৩০মি:
স্থান: গদারবাগ, কেরানীগঞ্জ,
ঢাকা।