(এটা পত্রিকার জন্য লেখা)
হুক্কাহুয়া শেয়াল ডাকে
কাশ বনেরই ফাঁকে
হাঁসটি ভাবে কে জানে ভাই
ধরবে আজি কাকে।
মোরগ বলে
আমি তো ভাই উঠব গাছের ডালে
তুমি গিয়ে নেমো তো ওই
বাঁকা নদীর জলে।
মুরগী বলে
বললেতো বেশ নিজের বাঁচার কথা
ফুটফুটে মোর ছানাগুলো
লুকাই এখন কোথা?
রচনা কাল: ০২.০৮.২০১৪
সময়: দুপুর ০১:৫০মি:
স্থান: গদারবাগ, কেরানীগঞ্জ,
ঢাকা।