গাঁয়ের ও মেঠো পথে,
শহরের ইট, কাঠে
অথবা মেঘের ছাদে
কোথা ও কি আছ তুমি মনিকা?
প্রেয়সীর হাত ধরে,
চলেছ একই সাথে,
সময়ের রাজ পথে
লোকে বলে তোমাকে গণিকা,
আমি বলি- না, তুমিই আধুনিকা।
চুলগুলো বাঁধা আছে
টানটান খোঁপাতে,
চোখগুলো ঢাকা আছে
রঙিন চশমাতে,
বড়বড় রিং গুলো
কানেতে দুলছে,
রূপ যেন একেবারে
কানায় কানায় টলছে।
ঠোঁট দুটি রাঙানো
আধুনিক রঙেতে
চকচকে দাত গুলো
ঝকঝকে হাসিতে
যেন ভোরের শিউলিতে ঝরছে।
লোকে বলে দেখ হেটে যাচ্ছে রাঁধিকা,
আমি বলি না, তুমি সময়ের আধুনিকা।
পুরুষালী শার্টে,
মেদ আটা জিন্সে,
অনেকেই ভুল করে চিনছে।
সময়ের ঘণঘোরে
অনেকেই ভুল করে
ভুল পথে চলছে।
কিন্তু তুমিই নিখুত মনিকা,
সময়ের হাত ধরে সময়ের গতি পথে
নির্ভুল আধুনিকা।
কে বলবে তোমায় গণিকা?
কাধেতে ঝোলানো
দামি সেই পার্সটা,
ডান হাতে ঘড়ি নয়
সোনালী ব্রেস আটা,
দুপায়ে জুতো জোড়া
উচু আছে খানিকটা,
নুপুরের বদলে
কিনকিন বাজে পায়ে
একাকিনী পায়েলটা।
তাই দেখে লোকে ভাবে
এই সেই মনিকা,
লোভাতুর চোখে দেখে, মনে ভাবে গণিকা।
আমি বলি না, সে এই সমাজের আধুনিকা।