বৃষ্টি আয় আয় আয়
মেঘ মুলুকে শম্পা বেগে
কম্পা ডাকে আয়।
বৃষ্টি আয় ভূবন লুটে
ধুয়ে মুছে সকল
জঞ্জাল দিয়ে টুটে
ফিরে যা রে তোর ঠিকানায়।
বৃষ্টি আয়,
আপন সাজে ভূ্বনটাকে
দে সাজিয়ে নতুন করে
কাদা মাটির চর ডাঙায়।
বৃষ্টি আয় আয় আয়
আঁধার রাতে যেমন শশী
আলো দিয়ে যায়,
তেমন করে মরুর দেশে
প্রাণ নিয়ে আয়,
বৃষ্টি নিয়ে আয় রে তুই
সবুজ নিয়ে আয়।
শ্রম যেথা যায় বৃথা
দগ্ধ করে শস্য যেথা
সেথা নেমে আয়।
মেঘমুলুকে শম্পা বেগে
কম্পা ডাকে আয়।
তোর যৌবন যেমন জীবন ভরা
তেমন সাজে এই ধরা
সাজিয়ে দিতে আয়,
পূন্য হতে আয়রে তুই
ধন্য হতে আয়
বৃষ্টি আয় আয় আয়।