আজকের পত্রিকা
দৈনিক ইত্তেফাক
১৯ আগষ্ট, ২০১৪
বার : মঙ্গল


না বিশেষ কোন জরুরি খবর নেই আজ
তবু নিত্যদিনের অভ্যাস, একটু আধটু পড়া খবরের কাগজ।

প্রথম পাতা
নারী ভোটার কম কেন বুঝতে পারছেনা ইসি,
আসলে পুরুষের সংখ্যা তো একটু বেশি।
সংবিধানে সংশোধনে দ্বৈতনীতি,
আমার মনে হয় এখানে ও স্বজন প্রীতি।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক বাতিল,
এখানেও হয়ত ঠিক চলছে না মতের মিল।
নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর ও ড্রাইভার মুক্ত,
ধারনা করি খোঁজারু উকিল বেশ পাকাপক্ত।
সার কারখানা চালু হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস যাচ্ছে বেশি,
মনে হয় এখানে একাউন্ট অফিসার একটু বে-হিসাবি।
পানির তোড়ে ধসে পড়ছে বাঁধ, প্লাবিত বহু গ্রাম,
বন্যা পরিস্তিতির অবনতি ডুবে আছে সিরাজগঞ্জ,গাইবান্দা,কুড়িগ্রাম

মধ্য পাতা
বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়া,
ব্রিফিংয়ে দুইদেশের মন্ত্রীর আশ্বাস, পূর্ণ হতে পারে আশা।
এইচ এস সি পরীক্ষার্থীদের নিয়ে প্রকাশিত মেধাবী মুখ,
ভাল রেজাল্ট,পাশের হার ভাল তারা আরো পড়তে উৎসুক।
ভুয়া কাগজপত্র দেখিয়ে ৬ মে.টন চাল আত্মসাৎ,
গরীবদুখিরা তো এই সহজ পদ্ধতিতেই কাত।
৮ পৃষ্ঠায় বর্ণনা করেছেন সম্পাদক,
নাগরিক যন্ত্রণার আরেক নাম বেহাল সড়ক।
নৌ-দুর্ঘটনা ও গার্মেন্টস শ্রমিক,
দূর্ভোগ পোহালেও মনে হয় এটা প্রাথমিক।
বি এন পি সরকার পতনের আন্দোলন,
কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতামতের “দৃষ্টি আকর্ষণ”।

খেলার খবর
তারপরও সেরা সাকিব-
ইনি তো নন চিত্রজগতের মান্না বা শাকিব।
পুলিশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবেন অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা,
মনে হয় খেলা ধুলায় এটি এক নতুন ধারা।

বিনোদন
শাকিব ছাড়া ওর সাথে আর-
কাউকে বেশি মানায় না : অপুবিশ্বাস;
দু একটা ছবিতে বাংলাদেশি নায়িকাদের এমনই আশ্বাস।
আত্মবিশ্বাস হারালে চলবে কেন!!
আত্মহত্যার চেষ্টা ছিল ন্যান্সির তাকি সবাই যান?

শেষ পাতা
উত্তরবঙ্গের নববধূদের ভাদরকাটানি উৎসব,
পর্ব শেষে স্বামীর ঘরে ফিরছে এখন সব।
ডাক্তার পাওয়া যেন ভাগ্যের ব্যাপার,
মরলে রোগী তাতে কার কি আবার।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা পর্যটকদের দুর্ভোগ,
হারাতে হবে বিদেশি মুদ্রা কামানোর সুযোগ।
উত্তরের ৬ জেলায় সীমান্তে বি এস এফ মারমুখী,
ফেলানী হত্যা মামলার রায় হবে কি?
পিঁপড়ার ডিম সংগ্রহকারীরা ভাল নেই,
দিনদিন হারাচ্ছে সব পিঁপড়া সংরক্ষনের তো কেউ নেই।

এই ছিল আজকের পত্রিকার পাতায়,
দুঃখিত সেটা এখন আমার কবিতার খাতায়।।