====================
আজি বাজল বেণু ওই বৃন্দাবনে
এসরে এস ওগো সকল ভক্তগণে
মিলব মোরা শ্রী কৃষ্ণের ও প্রাণে।

আজি এ শুভক্ষণে প্রভুর আগমন
দেখ ফুলে ফুলে সেজেছে বৃন্দাবন
তাইতো নাচেরে শ্রী নিত্যানন্দ মন।
<><><><><><><><><>
ওগো তোরা কই গেলি আয় মথুরায়
আজি জন্ম নিয়েছে প্রভু কংস কারায়
প্রাণের প্রভু সে যে শ্রী কৃষ্ণ কানাই।

ওগো তোরা কই গেলি আয় ছুটে আয়
কাঁদে জননী দেবকী কত আনন্দ বেদনায়
হাসে বাঁশের ও বাঁশি হাতে শ্রী কৃষ্ণ কানাই।
<><><><><><><><><><><>
মিলনে মিলিতে আয় শ্রী কৃষ্ণ প্রাণে।
কত সুখ আছে ও হরে কৃষ্ণ নামে,
কত প্রেম সেতো শুধু রাঁধাই জানে।

কত খেলা খেলে শিশু বিজন বনে,
এই হাসে এই কাঁদে সখাসখি সনে,
সংহারী পাপ তাপ সকল মনে
কত লীলা করে সে যে এ ধরাধামে।
<><><><><><><><><><>
তুমিই জগৎ সংসার তুমি মহাপ্রভূ,
তোমাতে নত আমি নমি তোমায় বিভূ,
জগতের গুরু তুমি জগতের প্রভূ।।
====================            
            ঃ-০-ঃ

(আজ রোববার শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাবতিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উৎযাপন করেন।)