প্রিয় সখা মোর
এসেছি বিজন বনেতে,
দুজনের মিলনে
তৃপ্তের কামনা মিটাতে।
আত্মগ্লানি ভুলে
নিন্দুকের কু-চক্র খুলে,
এসেছি তোমার প্রেম কুলে।
আপন পায়ের নুপুর খুলে
রেখেছি আমি লুকিয়ে,
আর শুনবে না নিন্দুক
কলতান মোর অলঙ্কারে।
প্রিয় সখা মোর,
এই তো আঁধার ঘোর,
তুমি লুকিয়ে কেন কাননে?
বড় প্রেম জেগেছে মোর মনে।
লজ্জা ঘৃণা বোধ,
আজি হারিয়েছে এ অবোধ।
তব প্রেমে সাড়া দিয়ে,
এসেছি এ নির্জনে ।
কি প্রেম মোরে
শিখালে প্রিয় সখা,
পুড়ে মরে মন
না পেলে তব দেখা।

যদি না দেবে দেখা
তবে বল প্রিয় মোর,
কেন এ মিছে স্বপ্ন আঁকা?
প্রিয় সখা মোর,
জানা ছিল না
তব প্রেমে এত যাতনা,
সপেছি তোমার তরেতে জীবন
ফিরে আর চাইব না।
ঝরেছে অশ্রুজল
সেও আর মুছব না,
এইতো ছিল মোর
প্রেম কামনা।

কামনা :১৭/০৫/২০০২
          খুলনা।