আমার অনুভুতি গুলি শিহরণ জাগায়
কোন বিদ্রোহী এক সুরে।
ভাবি কোন দূর মসজিদ হতে ভেসে আসে
ভেসে আসে ভোরের বাতাস ধরে,
ভেসে আসে স্বাধীনতার ডাক রেসকোর্স ময়দান হতে,
বিদ্রোহী কোন মোয়াজ্জিনের কন্ঠ সুরে।
কোন এক নরপিশাচের দল
পড়ে নাতো কখনো নামায,
শুনতে ও চায়না বঙ্গ মসজিদে
কেঁদে উঠুক স্বাধীনতা নামের কুরআনের আওয়াজ।
তাইতো খুঁজে নিল তারা
আরো একটি কালো রাত,
বুক ফাটা আর্তনাদ নিয়ে জেগে উঠল
আযানের ধ্বনী হীন আগষ্টের ১৫তম প্রভাত।