আঁখি দুটি বন্ধ কর তোমার,
হাত দুটি রাখ হাতে এবার।
ওগো প্রিয়’
তুমি কি অনুভব কর,
আমার হৃদয় কাপন?
তুমি কি আমারই মত আমাকেই ভাব?
নাকি একা আমি দেখি স্বপন?
এটা কি জ্বলন্ত এক শাশ্বত আলো?
আমি বিশ্বাস করি
এরই মানে প্রেম-প্রেমময় আলো।
তোমাকে আমি দেখি
যখন তুমি ঘুমাও,
আমাকে বুকে জড়াও।
তুমি কি আমারই মত
আমাকেই অনুভব কর?
আমার নাম ধরে ডাক
রোদ বৃষ্টির আলোয়
ওহ! জীবন! আমি একাকী ভিষণ
তুমি এস আমাকে শান্তি দাও একাকিত্বে
আমি হারাতে চাই না এ অনুভুতি
তোমাকে চাই তোমাকে চাই নিত্যে
হারাতে চাই না আমি চাই না,
ওহ! না! না!না!
****একটি অনুবাদ কবিতা।