কি চুপ করে রইলে যে? কিছু বলছ না কেন? চুপ থাকা আমার একদম ভাল লাগে না।কথার পিঠে কথা না বল্লে মজে নাকি?
আরে ভাই ভয় পেলে আমার কথা শুনে? খুব মন খারাপ করলে?
-না, মানে সত্যিই তো তাই। আমি তো কবিতার আসলেই কিছু যানি না।তবুও লিখতে ইচ্ছে করে মাঝে মাঝে।
শুনো মন খারাপের কিছু নেই। আমিতো পড়েছি তোমার কবিতা।বেশ ভাল গাথুনি তোমার কবিতার। চর্চা করলে তুমি পারবে। আমি তো ভেবেছি কোন নামযাদা কবির লেখা। শুনো তা হলে তোমাকে বলি-
“কবিতা” মানে হল কবির কথা। কবি যা বলে তা। সময়-বিশেষে কোন একটি বিশেষ সূত্রকে অবলম্বন করে কবির আনন্দ-বেদনা যখন প্রকাশের পথ পায়, তখনই কবিতার জন্ম হয়।
তুমি যে তোমার মনের কথা গুলো একটা বিশেষ ভাবনা নিয়ে সাজিয়ে লিখেছ এটাই কবিতা।