মলিন আগুনের
বন্দি শিখা ছিটকে পড়ে
কঠোর পোড়া গন্ধ
নিয়ে রৌদ্রে রৌদ্রে।
কালো কাদা মাটির
গন্ধ গায়ে মেখে কবি হাসছে,
আর ঘৃণায় মুখ ফেরাচ্ছে ওরা,
জানে না ফসলের
নির্মম আনন্দ যারা।
আধুনিকতার উল্লাসে
ওরা মেতে আছে,
কুসুমের মত কমল শরীরে
প্রসাধনীর গন্ধ ভাসে
মলিন বাতাসে।
বৈশাখী পবনে ওরা খুজে আনন্দ,
আর মাঠের কবিদের মেলে না ছন্দ।
সত্য জ্ঞানের অন্বেষণে
কবি নেমেছে মাঠে,
আর ওরা-
দশতলা বিল্ডিং এ
কালো হ্যাট, নীল শার্ট,
লাল মোজা পায়ে
সুখের দিন গোনে।
ফসলের কবি
সুকান্ত নয়
তবু ডিঙাতে চায়
দুর্জয়।
শত পরিশ্রম আর
শরীরের দূর্গন্ধ ঘামের বর্ষায়
জন্ম নেয়া সোনালী ধানের শিষে
মাঠের কবিদের মহান বিজয়।