শ্রাবণে

আজি এ শ্রাবণে                 তোমারেই পড়ে মনে
              বৃষ্টির অঝোর ধারায়,
গুণ-গুণ, গুণ-গুণে             গেয়ে যাই আপন মনে
         চোখ রেখে তোমার কবিতায়।
রচে ছিলে সুরে সুরে          বেঁধেছিলে প্রেমডোরে
          ভুলেছিলাম তোমার মায়ায়,
বেজে ওঠে ক্ষণে ক্ষণে         আমার এ দুটি কানে
           সুর সে যে তোমার বীণায়।
তুমি ওগো প্রেমময়            প্রেম ভাবে মন্ময়
               পুরালে সকল হৃদয়
তোমাতেই সুখ মেলে          তাই আসি সব ফেলে
          মিশে যেতে তোমার হিয়ায়।
ধরা দিয়ে চলে গেলে          সকলি তুমি ভুলে
             মন কাঁদে বিরহ ব্যথায়
স্মৃতি টুকু রেখে গেলে         আশার প্রদীপ জ্বেলে
        বেঁচে থাকার আনন্দ বেদনায়।

(আমার শ্রদ্ধেয় কবি শিমুল শুভ্র দাদার মন্তব্য অনুসারে রবীন্দ্র স্মরণে আরো কয়েকটি লাইন লিখলাম।)