(১)

আজি এ শ্রাবণে                তোমারেই পড়ে মনে
               বৃষ্টির অঝোর ধারায়,
গুণ-গুণ, গুণ-গুণে             গেয়ে যাই আপন মনে
          চোখ রেখে তোমার কবিতায়।

                          
                           (২)

          এক দিন পূবাকাশে জেগেছিল রবি,
      দিকে দিকে ছড়ায়ে আলো এঁকেছিল ছবি।
ছবি মাঝে ধরা ছিল                    ধরণীর সকল আলো
              প্রেম পরশে মিলে মিলায়ে সবি
     গোধূলির দোলায় অস্তমিত হয়েছিল বিশ্ব কবি।


(কবিগুরুর মহাপ্রয়াণ স্মরণ করে আমার লেখা ছোট দুটি পঙতি।)