নয়নারে দেখেছি আমি
ও তখন নারী হয়ে ওঠেনি।
নগ্ন শরীরে একটি হাফ প্যান্ট
পরাছিল তখন।
হাসত, খেলত আর ছুটত,
কচি মুখে কত কথা বলত,
আমার আঙ্গুল ধরে হাটত,
পূর্ণতা পেয়েছে ও এখন।
লাল শাড়ীতে ও এখন নারী,
বুদ্ধিমতি ও হাটে বাড়ী,বাড়ী
চলায় যুক্তি ওর বলায় যুক্তি্
এখন ও একটি নারী।
নারী অর্থ বিকশিত গোলাপ
ও এখন গুনীদের সাথে করে আলাপ
কচি বাচ্চাগুলোরে করে শাসন
বলে প্রয়োজনে কঠিন হতে পারি।
দোতলার ছাদে দাঁড়িয়ে আমি করি অনুক্ষণ,
পিল পিল চলা ওর বিচক্ষণ,
ও নাকি রাজনীতির বিদ্বান!
ফিস ফিস করে বলে-
স্বপন দা, আমরা জিতবই
চকচকে ওর মুখে তাকিয়ে রই,
দেখি ওর হাতে মোটা রাজনীতির বই,
সমস্যা আমরা ক্ষুদে দল বলে।
ক্ষুধার রাজ্যে ক্ষুদ্রই বড় দল,
আমাদের বড় শক্তি জনবল
আমরা করি না ছল কল,
তবুও জিতবই।
মনে পড়ে যায় ওর ছোটবেলা,
কচিমুখে ওর কচি কথা বলা,
তারপর রাজনীতির পথে চলা
বলে পথ চলবই।
তারপর আমি দেখতে পাই
কালো জলজলে চোখটাই,
উদ্দাম খোলা কালো চুল ওড়ে ওই
লাল শাড়ীর আঁচল ওড়ে,
রাঙা ঠোঁটে চলে মিষ্টি ভাষণ,
রাঙা হাতে ওড়ে প্লাকার্ড, নিশান
রাঙা পায়ের তলে ক্ষুদিতের শ্মষ্মান
ও যেন ক্ষোভে ঝরে।
নয়না যেন মিছিলের স্লোগান,
নয়না যেন ক্ষুদিতের জয়গান,
নয়না যেন বাংলার প্রাণ,
ও যেন মহা প্রাণ।
শত বুলেটের আঘাতে,
রাস্তায় রক্তের স্রোতে,
নয়না উল্লাসে মাতে,
ও যেন রাঙা স্লোগান।