যখন রাত হল
আলো আঁধারের বুকে লুকালো,
পাখিরা এল নীড়ে,
মাঝি হাল তুলে নিল,
পাল খুলে দিল,
তরী এল তীরে।
বধূটি বধূ বেশে,
বাতাসে কালো কেশে,
রাতের মত হল চুপটি।
কে ভাবে বা তারে,
কে দেখে তারে,
জল ছল ছল রুপটি।
যখন রাত হল
তখন চাঁদ এল,
তাঁরারা হাসল আকাশে,
নদী জলে কূলে কুলে
ঝিলিমিলি চাঁদ দুলে,
মন দুলে রজনীগন্ধার সুবাসে।
যখন রাত গভীর হয়
কোলাহল থেমে যায়,
পায়ের শব্দ ও স্তব্ধ হয়,
ঘুম আসে ক্লান্তির আবেশে।
জীবন গল্পের শেষে,
বিধাতার নির্দেশে,
গভীর রাতের মত ঘুম আসে
ঘুম আসে।