তুমি ও একটি রাত
অন্ধকারে জোনাকির আলোয়
মিলে মিশে ভাল লেগেছিল
                     তোমাদের।
সেদিন চাঁদের আগে
জোনাকিরা আমায় বললো,
তুমি রাতকে চুমু খেয়েছিলে।
        আমি অন্ধকারে চোখ রাখলাম।

তোমাদের ভাল লাগছে-
শিরশিরে হাওয়া, ঘন
অন্ধকারের ঝোপ,
             তাই চুপ, চুপ থাকলাম।

রাতের আঁধার কাঁপিয়ে দিল যেই
একটি রাতের পাখি,
তুমি লজ্জায় আঁধারের আচল
                         টেনে আনলে।
মুখ লুকালে তুমি।
জোনাকির আলোয় সব দেখলাম
তুমি ও একটি রাত
                   আমার ভাললাগছে।
যতদিন তুমি রবে,
রবে তুমি আঁধারে,
আমার ভাললাগা থাকবে
                  অজস্র ভাললাগবে।