তোমাদের ছেড়ে আমি তবু একদিন,
চলে যাব দূর হতে বহু দূরে,
বেদনা বর্ণিল শুকনো পাতার সুরে
যেখানে সূর্যের আলো নদীর কিনার ঘেসে হয়েছে বিলীন।
তোমাদের বাড়ী-ঘর, উঠোন, কলাপাতার ছায়া রঙিন
আমি সেথা আসবনা; চুম্বন করব না ময়নাটিরে,
কল্পনায় আঁকবনা ছবি; মিথ্যা সব স্বপ্ন ঘিরে
লতাপাতার মত তোমাদের তরে জড়াব না কোনদিন।
হয়ত আর আসব না তোমাদের এ কাঁঠাল ছায়ায়
তোমাদের ছেড়ে তোমাদের এ সাঁঝের মায়ায়,
কত দূরে ভেসে যাব বুনো হাঁসের মতন,
জানি কেহ করবে না আমার বেদনা গাঁথার যতন।
তবু আমি খয়েরি শালিক বেশে-এসে
তোমাদের ছেড়ে চলে যাব মৃত্যুর শীতল দেশে।