আমাতে তুমি আর সুখ পাও না
কষ্টও পাও না আর।
তাই ভাবছি ভুলে যাই আমি,
আমাকেও ভুলে যাও তুমি,
হৃদয় গহিনে নিরবে স্মৃতি চুমি
তোমা হতে দূরে থাকি এবার।
আমার ভালবাসা মিথ্যা ছিল
বুঝে নিয়েছ তুমি।
বলতো কি আর দরকার,
আমাকে কাছে ডাকবার?
ক্ষতি তো করেছি বারংবার
অনেক তোমারই আমি।
আমি বিনে হৃদয়ে তোমার একটুও
বাড়ে না কষ্ট আর।
রাত গুলো ভীষন কাটে,
আলো জ্বলে জোনাকীর হাটে,
তুমি থাক ঘুমের ঘাটে
আমাকে স্বপ্ন দেখ না আর।
আমার হৃদয়ে তুমি জ্বেলেছিলে প্রদীপ খানি
বলেছ, ভুলে গেছি তাও।
সে ভুলেই গোধুলি আসে না,
সাঁঝের মায়াতে সাঁঝ সাজে না,
বিনা দোষে না পেয়ে বেদনা
আমাকেই দুরে ঠেলে দাও।
হয়ত বা সময় হয়েছে
আমারই বিদায় নেবার।
মন তবু সুখ খুজে পেয়েছে তোমার,
নব সুরে গাইছে গান হয়ত আবার,
এ সময় আমারই, চুপ করে থাকার
চিরতরে চুপ করে থাকি এবার।