শখের বসে শেখা আমার
ছবি আঁকা,
শখের বসে  আকাশ পানে
চেয়ে থাকা।
শখের বসেই শিখেছিলাম
সাঁতার কাটা,
শখের বসে হঠাৎ আমার
গাছে চড়া,
শখের বসেই নদীর কুলে
ছুটে আশা,
শখের বসেই ভাসিয়েছিলাম
নৌকাটা,
ভিষণ ছিল শখটা আমার
মাছ ধরা।
শখ ছিল মোর বড় হয়ে
রাখাল সাজা,
শখ ছিল মোর ঝাকড়া চুল
মাথায় রাখা,
শখ ছিল মোর পাখি হয়ে
উড়তে শেখা,
শখের বসেই আজকে আমার
কবিতা লেখা।
শখের বসেই খালি পায়ে
পথে হাটা,
বিধতে পারে পায়ের তলে
শখের কাটা,
শখের বসেই এসে ছিল
সংশয়টা।
বুঝিনি আমি শখের টানেই
আসবে আমার ভালবাসা,
শখের বসেই হয়ত আমার
কাছে আশা,
বুঝিনি আমি শখের বসেই
ভাঙবে সেটা।