কেউ কখনো শুনিনি আমার কান্না,
কখনো শুনাতে চাইনি কাউকে।
কেন তবু ভোর হলে কেউ বলে,
কাল রাতে কত কান্নার সুর শুনালে।
কোন কথা কইতে চাইনি , কেন আমি-
কাজল কালো চোখের কোনে কান্না আমার,
কাউকে বলব কেন আমার কান্নার কারণ?
কেউ কেউ শুনে কান্না, কেউ করেনা বারণ।
“ক” কে সঙ্গী করে কেঁদেছিলাম,
কখনো কাউকে ভালবেস না,
কখনো আমার কান্নার কারণ
কাউকে না, কিছুতেই বল না ।
কি করে কাকে কি বলেছিলাম
কিসের ভুলে নিজেকে ভাসিয়ে দিলাম।