না, না,
এটা শুক্ল পক্ষ বা কৃষ্ণপক্ষের কথা আমি লিখছি না
আমি লিখছি কেউ আমার পক্ষ অবলম্বন করছে কিনা।
কে কে আছ আমার পক্ষে কে কে নেই?
না, না বিচারের মিছে ভায়ের ও কিছু নেই।
শুধু জানতে চেয়েছি কে আমার পক্ষে,
আর কে আমার বিপক্ষে।
কাউকে জরিমানা করার জন্য আমি পক্ষ নির্বাচন করছি না
না, না, কাউকে বিপদে ফেলে দেওয়ার জন্য নয় আমার ছলনা।
আমি শুধু জানতে চেয়েছি কে আমার পক্ষে
আর কে আমার বিপক্ষে।
কিছু অজানা দন্দ, যুদ্ধ আর সন্দেহের ঘুর্নিজালে জড়িয়ে তো আমি,
তাই ভাবছি বাঁচতে হলে তে কাউকে না কাউকে ধরতে হবে আমাকে এমনি;
ভাই হোক, বন্ধু হোক, উকিল বা ব্যরিষ্টার
জানি না আরো কত আরো কি দরকার।
তাই ভাবছি আমার পক্ষ কি হবে কেউ
আমিযে একলা একা সম্মুখে বিশাল জলের ঢেউ।
পারবকি ডিঙিয়ে যেতে ভয়ার্ত এ নদী,
ভয় হয় ডুবে মরি যদি,
কে হবে আমার পক্ষ
আর কেই বা হবে আমার বিপক্ষ।
আসলে কাউকে না জানিয়ে ভালবেসেছিলাম কোন একজনকে,
স্বাক্ষী ছিলনা কেউ তখন সেখানে
শুধু ভালবাসার টানে ভালবাসাকে ভর করে
জীবন ও দিতে চেয়েছিলাম তারে।
কিন্তু কি হল,
ভালবাসা কোথায় গেল,
সেই তো ছিল আমার চরম স্বাক্ষী
এখন আর কিই বা থাকল বাকি।
তাই ভাবছি কেউ কি হবে আমার পক্ষে
অসীম ভালবাসার কষ্ট আমার বক্ষে,
কেবা আসবে আর কে বা যাবে
কে বুঝবে আমার দুঃখ।
কে হবে আমার পক্ষ
আর কেই বা হবে আমার বিপক্ষ।