ঘরটি আমার,
দেহটি ও আমার,
দেহ ঘরটি স্বয়ং বিধাতার।

খাটটি আমার,
লেপ, কম্বল সেটিও আমার,
কিন্তু বসবাস, অধিকার, একমাত্র ছারপোকার।

খাদ্য খাবার,
উপার্জন আমার,
আমার শরীরে রক্ত উৎপাদন সেও আমার।

অথচ গভীর রাত নয়,
শোয়া নয়টা থেকেই উৎপাত শুরু
ব্যস্ত সবাই, ব্যস্ত আমার রক্ত চোশায়।

সারাদিন পরিশ্রম,
ক্লান্ত শরীর, ঘরে ফিরি সন্ধ্যায়,
এ শরীরে কিছু না হোক একটুতো ঘুম পায়।

কিন্তু কি করা,
হতচ্ছাড়া ছারপোকারা,
আমার নরম শরীটায় বিড় বিড় করে হাত বুলায়।

অামি শিহরিয়া উঠি,
আমি আতঙ্কে বিছানা ছেড়ে বসি,
দেখি অগনিত ছার পোকার দল করছে হাটাহাটি।

বেশি দূরে নয়,
আমাদেরই পাড়ায়,পাড়া কি বলি
আমারই পরিবারটায় রয়েছে কিছু ছারপোকা।

ওদেরই মত রক্ত চুসে,
ওদেরই মত হয়,
আর দিবা নিশি আমাকে জালায়।

কত ওষুধ ছিটালাম,
তারপর আরো কতকি যে করলাম,
শুধু আমি ব্যর্থ হলাম।

ভাবলাম-

ঘরটি আমার,
দেহটি ও আমার,
দেহ ঘরটি স্বয়ং বিধাতার।