দেখ বছর ঘুরে আবার এল রে রমজান
একিভুত কর তব দেহ, মন, প্রাণ
সপে দাও নিজেকে দেখ আল্লাহ্ সুমহান।
জেগে উঠ হে অধমের দল
আত্মশুদ্ধির মাঝে নিজেকে কর সবল।
ছেড়ে দাও সকল গুনাহ ,
ক্ষমা চাও তোমরা সকল।
বছর ঘুরে আবার এল রে রমজান
একিভুত কর তব দেহ,মন, প্রাণ
সপে দাও নিজেকে দেখ আল্লাহ্ সুমহান।
এস সবে মিলে করি নামাজের নিয়ত,
মনে ধরি পবিত্র কোরান, হাদিসের সুমধুর আয়াত।
এস মসজিদে বসি গাই আল্লাহ্ র জয়গান
এস ভেদাভেদ ভুলি, তোমরা সকল মুসলমান।
দেখ বছর ঘুরে আবার এল রে রমজান
একিভুত কর তব দেহ,মন, প্রাণ
সপে দাও নিজেকে দেখ আল্লাহ্ সুমহান।
এস সিয়াম সাধনার এ ক্ষণে
আল্লাহ্ আরাধনায় ব্রতী হই এক মনে
এজগতে কে কারে মানে, কে কারে জানে
মিলাই মোদের প্রাণ মহান আল্লাহ্ র প্রাণে।
রাখ সকল ধর্মপ্রাণ মুসলমান,
রাখ তোমাদের মামুলি সব ফরমান
দেখ আল্লাহ্ ডাকে মোদের, তিনি কত সুমহান।
এস আমরা করি তারি জয়গান।
দেখ বছর ঘুরে আবার এল রে রমজান
একিভুত কর তব দেহ,মন, প্রাণ
সপে দাও নিজেকে দেখ আল্লাহ্ সুমহান।
মুক্তির এই এক পথ,
ওহে কাঙাল মুসলমান
মুক্তি যদি পেতে চাও ধর আল্লাহ্ নামের পথ।
ভুলে যাও লোভ লালসা, রাখ ইসলামের সম্মান।
দেখ বছর ঘুরে আবার এল রে রমজান
একিভুত কর তব দেহ,মন, প্রাণ
সপে দাও নিজেকে দেখ আল্লাহ্ সুমহান।