আমার জীবনটা কেন এমন হল
অামি কিছু বুঝতে পারিনা,
কেন সব কিছু এল মেলো।
জীবনের কোথাও নেই কোন ছন্দ
কেন আমি , কেন এমন
সবখানেতে লেগে থাকে দন্দ।
কেন আমার সব কিছু ঠিকঠাক হয় না
কেন আমার সবকিছু ভুল
কেন আমি নিজেকে সাজাতে পারি না।
কেন আমাকে রাত জেগে কাঁদতে হয়
কেন আমার অপুর্ণতা
কেন আমাকে কষ্টে বাঁচতে হয়।
আমি কেন, আমার চেষ্টটাও দাত শিটকায়
আমাকে কাঁদতে শেখায়,
আমার অপূর্ণতা সর্বক্ষণ অমাকে কাঁদায়।