তোমার উদাসীন মুখটা
দেখে যাব দূর আকাশ থেকে,
শত কোলাহল আর নিপীড়নের মাঝে
যেখানে জনমে জনমে আসতে
চেয়েছি বারে বার।
চির কল্যানকর;
অাগুন ঝরানো সে দিনের শেষে,
তোমার উদাসীন মুখটা
দেখে যাব দূর আকাশ থেকে।
আজ বসন্তে যেথা ফুটে বুনো ফুল
রক্তিম আভা লয়ে,
ডালে ডালে রক্ত যেন শিমুল হয়ে
তোমার স্মৃতি কথা, শালিকেরে যায় কয়ে;
তোমার স্মৃতি রেখা অাঁকে,
অাঁকে মুখখানি
বিষাদ নীলিমার নিলাঞ্জনে
বহু বিপ্লবের পরও যায়নিকো থেমে
মায়া মায়া হাসি,কিছু কান্না গেছে রয়ে।
মায়ের আচলে রক্ত স্নেহ,
পিতার ক্লান্ত দেহ;
বোনের হাসিতে উদসীনতা
ঘুচাতে পারেনি কেহ।