কেমন যেন হয় অামার,
আমি বেঁদনাতে বড় হই।
কেমন যেন স্বপ্ন মরিচিকার,
আমি মৃত, মরিচিকা হয়ে রই।
কেমন যেন পাই না আমি,
পেতে চাই কি অনেক কিছু?
কেমন যেন আমার আমি,
ছুটছি মিছে মরিচিকার পিছু।
কেমন যেন হয় আমার,
আমি বেঁদনাতে বড় হই।
কেমন যেন স্বপ্ন আমার,
স্নেহ হীন পড়ে রই।
কেমন যেন বেঁদনাগুলো,
আমাকে আদর করে যায়।
আমি কেমন যেন আত্ম ভুলো,
দুঃখের পিঠেই হাত বুলোই।
বুঝি না আমি কেমন করে,
কেমন যেন হয়ে যাই।
কেমন যেন সুখের দিনে,
বৃষ্টি হয়েই ঝরে যাই।
আমি কেমন যেন চাইনে হতে
বাঁচতে চাই পরম সুখে,
আমি সুখের মাঝে বাড়তে চাই
হারাতে চাই দুঃখটাকে।