কবিতা কি মিথ্যা?
কবিতা কি কখনো মিথ্যা হয়?
আমি ভাবতে পারি না,
ভাবা তো যায় না।
কবিতা কখনো মিথ্যা হয় না।
একদিন সুরেলা ছন্দে একটি কবিতা লিখলাম
শুনালাম ও অনেক কে
বল্ল কার কবিতা?
ভালই তো বল্লি।
কেউ বল্লা ভাল লেগেছ কাহিনী টা
কেউ বল্ল ছন্দ।
আমি বল্লাম হু, নয় একেবারে মন্দ।
স্ব বিষ্ময়ে কেউ বা বল্ল তিুই লিখেছিস!
কেন মিছে নাম ভাঙিয়ে যাচ্ছিস?
পারিস ও বেটে,
মেয়েদের পটাতে
এমন দু একখানা কবিতা মাঝে মাঝে লিখিস।
আরো একজনকে শুনালাম
অত্যন্ত কাছের একজন।
কেমন লাগল? বল্লাম আমি
একটু কি পেলে বেঁদন?
একটু উপহাস্যের মত ঠোট ফসকে হাসি এল
বল্ল, কবিতা তো কবিতাই, তাই না?
আমি বল্লাম, কবিতা কি সত্যি হয় না?
কবিতা কি শুধু কবিতার মতন?
হয়ত কেউই জানে না
কবিতার উৎস কবিদের আত্ম নদীর ভেতর,
কেউ বা মানে না কবিদের ছন্দ সুরের অন্তর।
হয়ত অনেকেই জানে না কবিতা মিথ্যা হয় না
কবিত্বের অনুভুতি কে মিথ্যা করা যায় না।
এ নহে কোন যাদুকরের জাদু বা মন্তর।