একে এক সবাই একদিন
আমাকে করিবে ত্যাগ।
যানি না কি সে-
রাগ কিংবা অনুরাগ।
হতেও পারে সে আমার
কর্মবিফলতা,
জানি না অজান্তে দিয়েছি
কারে কত ব্যাথা।
হয়ত অপরিসীম,
ক্ষমার অযোগ্য
করেছি বেয়াদবিটা;
নয়ত এমন করে
শুকনো পাতার মত
ঝরে ঝরে
সরে চলে যাবে কেন
প্রণের মানুষটা?
তাইতো আপণ মনে
কেঁদে উঠি ক্ষণে ক্ষণে,
আপণ তো ছিলাম তখন
এখন তো হলাম অচেনা।
এখন আমারে কেউ
চিনতে পারে না চিনেনা।
আমিও বোকার মত
সরে চলে যাই,
ব্যথার পুটুলিটা
বেঁধে রেখে ঠাই-
ভিক্ষেরির মত
পথ চলি একলাই।
আামারি কারণে যদি
বিধে কারো ব্যথা
তাহলে শুনো
আমি দিলাম কথা-
“তোমার তরে আর
বাড়াবো না পা,
চাইব না পিছু ফিরে
দিব না ব্যথা।”
পার যদি এতটুকু
করিও দয়া,
সকল অপরাধের অপরাধি আমি
চাইছি ক্ষমা।