হাসি মাখা মাখি
মুখ খানা দেখি,
তুমিনিঃশব্দে
হেসে আছ ছবিতে।

সে হাসি অবিচল
রইবে চিরকাল,
ভাবি চুম্বন করি-ভাবি
চুম্বন কোন দাবিতে।

দূরের বাতাস আসে
বেদনা হত হতে,
দ্বি-জাতীর ভেদাভেদ
তোমাতে আমাতে।

কিশোভাদুটি ঠোঁটে
কি মায়া দুটি চোখে,
খোপা বাঁধা ফুলগুলি
মেলে আছে বুকেতে।

লাল শাড়ী আচলেতে
দুটি হাত একই সাথে,
মিলেমিশে আছ যেন
আত্মীয়ের সনেতে।

তোমার ও হাসিতে
যেন বাসি বাজিছে,
সে বাসির সুরধ্বনি
বিধিছে প্রানেতে।

প্রাণ তাই নেই আজ
আমার এ প্রানেতে,
বাঁধা আজ পেড়েছে সে
তব হাসির মালাতে।