যদি না থাকি আমি এ ভবে,
কিসে কার কিবা আসে যাবে।
আমি মূল্যহীন পাথরের বেশে,
পড়েছিনু পথেরই এক পাশে।
পদভারে পিষ্ট মম দেহ,
জানি কেহ দেখিল বা দেখিল না কেহ।
আমি বা ভুল এক ফুল,
হয়ত বিধাতা জানেন এর মূল।
আমি পাইকো খুঁজে আমারে আমারই মাঝে,
মিছামিছি মিছে মায়ার সাজে,
ঘুরিয়া ফিরি কাজে ও অকাজে।
তোমাদের আছে কত গুণ,
জ্ঞানী, গুণি তোমরা নিপুন।
আমার দেহ আছে দিল নাই,
পুড়িয়া হেয়েছে সবই ছাই।
আমি ভাবি এযে ভাবি বসে,
যদি না থাকি এ ভবে
কিসে কার কি বা আসে যাবে।