আমি তোমার অপেক্ষায়
থাকি নিশি দিন,
তাই মাঝে মাঝে ভাবি
বাঁচব কি বেশি দিন!
বাঁচা ও মরার কর্তা তিনি
ভালবাসা দিলেন যিনি,
তবু কেন যানি মনে ভাবি
তোমারই হাতে আমার জীবন চাবি।
একটি অনুরোধ করি-
আমি তোমাকে ভিষণ ভালবাসি।
তাই কিছু সংশয় ও জাগে মনে,
অশ্রুজলে সিক্ত হই ও ক্ষণে ক্ষণে।
অন্তত এ কাজটি কোরনা,
আমাকে বুকে জড়িয়ে ধরে,
অন্য কারো ঠোঁটে ঠোঁট রেখনা।
সেটা যদি করতে চাও
আমাকে বুক থেকে ছিটকে ফেলে দিও
আরো কিছু শাস্তি দিও।
অন্তত অপরাধী বলে,
কিছুটা গালাগাল করে।
তাহলে বেঁচে থাকব আমি
নিজেকে অপরাধী জেনে,
হাজারও কষ্ট মেনে,
তোমার স্মৃতিগুলো
ওলট পালট করে,
ভালবাসা মিশ্রিত চিঠিগুলো পড়ে
তোমার চুমুগুলো চুমে,
এ শরীরের যেখানে যেখানে
তোমার স্পর্শ আছে,
সেখানের অনুভুতিকে অনুভব করে।
আমি বেঁচে থাকব-
নীলক্ষেত, টি এস সি, শাহবাগ
অথবা রমনার কোন মোড়ে,
কোন এক পাগলের ছদ্মবেশে
শুধু তোমাকে ভালবেসে।
তারিখ: ১৪-০৬-২০১৪
সময়:৮.৪৮মি:
স্থান:গদারবাগ,কেরানীগঞ্জ,ঢাকা
শিমুল দত্ত