হয়ত বা আর ফিরব না কোন দিন
প্রিয়া বলে ডাকব না আর কাছে।
চলে যাব বহু দূরে, সব কিছু ভুলে
আসব না ফিরে আর তোমারই পাশে।
হয়ত বা আর চাইব না কোন কিছু
করব না চুম্বন তোমার গালে,
মিশে যাব সব ছেড়ে-
সীমাহীন সাগরের নীলাভ জলে।
হয়ত বা হাঁস হয়ে ভেসে যাব আমি
শরতের শাপলা বিলে।
দেখবে না কেহ মোরে
দূরে চলে গেলে।
অথবা শরতের সাদা সাদা কাশবনে
মিশে রব আমি,
বাতাসে দোল খেয়ে নেচে যাবে তারা
তবুও খুজে পাবে না আমায় তুমি।
হয়ত একদিন হব আমি
মিছিলে লাল লাল পোষ্টার,
স্লোগানে স্লোগানে ভেসে যাব
দেশ হতে বহু দেশ দেশান্তর।
হয়ত বা অগ্নি শিখার মত
ছিটকে পড়ে ধ্বংশ করে দেব দুরাচার,
যত মনে আছে প্রেম ভালবাসার মিথ্যা অভিলাস
দেখবে তুমি শেষ করে দেব সেই সব অবিচার।
তারপর একদিন চলে যাব বহু দূরে,
কখনো আসব না ফিরে আর,
লইব চির বিদায়
তুমি দেখবে চেয়ে বারবার।