আমারে কি চাহে না সে
ভালবাসে না কি একেবারে?
কহে না কি কোন কথা,
তার আর আমার ভালবাসাবাসির ব্যপারে?
আমি তো তাকে বাসি ভাল
সে জানে না কি একেবারে!
কহে না কি কোন কথা,
আমাদের ভালবাসাবাসির ব্যপারে?
তারে লয়ে মোর সারাটা যামিনী
কেটে যায় স্বপ্ন ঘোরে,
আমারে সে ভালবাসে না কি?
স্বপ্ন দেখে না কি আমার মত করে?