তব প্রতীক্ষায়
মম চিত্ত এতটা দিন-
নিরবে কেঁদে গেল,
কেউ না আমারে সান্তনা দিল।
এক অদৃশ্য যন্ত্রনা ঝলসিয়া অনল
বারে বারে মোরে কাঁদায়।
ওগো প্রিয়া,
কি আর শুধাব তোমায়,
আমারে তুমি পোড়ালে
এক আলো বিহীন অনলে,
আমি আজো বেঁচে আছি
তোমারই প্রতীক্ষা বলে।