দোষ আমরা দিতে চাই
নিতে চাই না আপন গায়
দোষ দিতে শান্তি পাই
এড়িয়ে চলি সকল দায়
দায় নিলে দায়িত্বের বোঝা
আপনি এসে চেপে যায়
দায় নেয়া নয়তো সোজা
নিলে দায় তা বুঝা যায়।
কাজের ভুলে অনেক কথা
আপনাকে তো শুনতে হয়
ভুল করে না যথা তথা
কাজ থেকে যে দূরে রয়।
খুব সুখেতে থাকেন যিনি
অন্যের কাজে ক্রেডিট পায়
কাজ ছাড়াই চলেন তিনি
কেবল বিনা কাজে লাভ চায়।
তারিখঃ ২৯।০১।২০২০
ঢাকা।